Use AVAST Internet security till 2013

আশা করি সবাই ভাল আছেন। পিসি হেল্পলাইন বিডিতে এটি আমার প্রথম পোস্ট।
যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা অনেকে যারা ফ্রী এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৭ ব্যবহার করি।
সাধারনত আমরা থার্ড পার্টি লাইসেন্স ব্যবহার করে আপডেট সহ সকল সুবিধা পেয়ে থাকি।
কিন্তু বিগত কয়েক দিন ধরে অ্যাভাস্ট অথরিটি এই সব লাইসেন্স গুলো ব্যান করে দিয়েছে। যার ফলে আমরা  আভাস্টের কোন সুবিধাই পাই না এখন।
আমি নিজেও অনেক ঝামেলার মধ্যে ছিলাম।অনেকেই এই সমস্যাটি পেয়েছেন এবং অনেকেই এটার সমাধান চেয়েছেন।
অবশেষে এই সমস্যার একটা সমাধান খুজে পেয়েছি। সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি।
আপনাদের অনেকের কাছে হয়ত আভাস্টের সর্বশেষ সংস্করণ( 7.0.1447 RC 1 / 7.0.1426) রয়েছে।
যদি না থাকে তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
http://www.softpedia.com/dyn-postdownload.php?p=145381&t=0&i=1
এরপর অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি এর লাইসেন্স ফাইলটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।
পাসওয়ার্ড চাইলে pchelplinebd এটি লিখুন আথবা পেস্ট করুন।
ডাউনলোড করার পর ফাইলটি তে ডাবল ক্লিক করুন। এরপর অ্যাভাস্ট এর উইন্ডো ওপেন হবে ।
তারপর yes এর ওপর ক্লিক করলেই আপনার অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি এর মেয়াদ ২৪জুন ২০১৩ পর্যন্ত বর্ধিত হবে।
এটিতে আপনি ফায়ারওয়াল সহ সকল সুবিধা পাবেন।
আর যদি ফায়ারওয়াল চালু না হয় তাহলে পিসি রিস্টার্ট দিন তাহলে চালু হয়ে যাবে ফায়ারওয়াল।

আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।